নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইতালিয়ান ক্লাব এসি মিলানে ফিরতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার এ তথ্য জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সিতে দেড় বছর কাটিয়েছিলেন এই তারাকা ফুটবলার।
এ বছরের শেষে গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে সুইডিশ এই ফরোয়ার্ডের। দুই মৌসুমে ক্লাবটির হয়ে মেজর লিগ সকারে করেছেন ৫৩ গোল। সুইডিশ স্ট্রাইকারকে দলে টানার জন্য এসি মিলান যোগাযোগ করেছে বলে জানান গার্বার।
তিনি জানিয়েছেন, ‘জ্লাতান খুবই কৌতূহল জাগানিয়া একজন মানুষ। তাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে আমার এবং তার ব্যাপারে আমার ইনবক্স ভর্তি হয়ে আছে। তবে সে রোমাঞ্চকর খেলোয়াড়। তার বয়স ৩৮ বছর হয়ে গেছে, কিন্তু বিশ্বের অন্যতম সেরা ক্লাব এসি মিলান তাকে দলে টানতে যাচ্ছে।’
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মিলানে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। সেরি আয় ৬১ ম্যাচে করেছেন ৪২ গোল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।