বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির মাটিরাঙায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মিন্টু (৩৮) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
আজ শুক্রবার সকালে তাকে মাটিরাঙ্গা পৌরসভার মধ্য মুসলিম পাড়া এলাকা থেকে আটক করা হয়।
মিন্টু ঢাকার মিরপুর এলাকার মৃত মো. শাহজাহান তালুকদারের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু কয়েকদিন আগে মাটিরাঙর বাসিন্দা জহুরুল হকের বাড়িতে বেড়াতে আসেন। সকালে ওই বাড়ির পাশে কয়েকজন শিশু খেলতে আসে। এর মধ্যে এক শিশুকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিন্টু। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে মিন্টুকে ধরে পুলিশে সোপর্দ করে।
মাটিরাঙা থানার ওসি শামছুদ্দিন ভূইঁয়া বলেন, শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়েরের প্র্রস্তুতি নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।