Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিড়ম্বনায় ৮ ফুট লম্বা কাবুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

 আফগানিস্তানের আট ফুট লম্বা এক নাগরিক শের খান ভারতের লক্ষেœৗ শহরে এসে থাকার জায়গা নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। চলমান আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের এক দিনের ক্রিকেট সিরিজ দেখতে তিনি লক্ষেœৗতে এসেছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। কিন্তু উচ্চতার কারণে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। উপযুক্ত কোনো বাসস্থান খুঁজে পাচ্ছিলেন না। শের খানের উচ্চতা আট ফুট দুই ইঞ্চি। মঙ্গলবার লক্ষেœৗতে এসে বেশ কয়েকটি হোটেল ঘুরেও থাকার জায়গা পাননি তিনি। উচ্চতার কারণে কোনো হোটেলই তাকে রুম দিতে রাজি হয়নি বলে অভিযোগ। নতুন শহরে একা ঘুরে বেড়িয়ে হতাশ শের খান শেষে সাহায্যের আশায় পুলিশের কাছে যান। পুলিশ তাকে শহরের নাকা এলাকার হোটেল রাজধানীতে নিয়ে যায়। সেখানেই মঙ্গলবার রাতে ছিলেন তিনি। বুধবার হোটেলের মালিক রানু বার্তা সংস্থা এএনআইকে বলেন, “তাকে দেখতে প্রায় ২০০ জনের মতো লোক এসে হাজির হয়েছে। সে খুব বিরক্তবোধ করছে।” হোটেলের সামনে লোকজন জড়ো হয়ে থাকায় পুলিশ শের খানকে পাহারা দিয়ে স্টেডিয়ামে নিয়ে যায়। বুধবারের ওই ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরেছে আফগানিস্তান। খান লক্ষেœৗয়ে চার থেকে পাঁচ দিন থাকবেন বলে জানিয়েছেন রানু। এনডিটিভি।



 

Show all comments
  • K M Foyazul Alam ৮ নভেম্বর, ২০১৯, ৬:৪২ এএম says : 0
    মানুষের খাইয়া দাইয়া কাজ নাই,যার জন্য পিছু নিল। হোটেল মালিকের জন্য আফসোস তোমরা অতি ব্যাবসায়ীই রইলা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ৮ নভেম্বর, ২০১৯, ৬:৪২ এএম says : 0
    সবাই আল্লাহর সৃষ্টি। কাউকে সৃষ্টিগত কারণে কষ্ট দেয়া ঠিক নয়।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম চঞ্চল ৮ নভেম্বর, ২০১৯, ৬:৪২ এএম says : 0
    আল্লাহ তাকে সাহায্য করুন।
    Total Reply(0) Reply
  • নীল আকাশ ৮ নভেম্বর, ২০১৯, ৬:৪৩ এএম says : 0
    মানুষের মধ্যে থেকে মানবতাবোধ উঠে যাচ্ছে। তার পাশে দাড়ানো উচিত।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ কাজী নুর আলম ৮ নভেম্বর, ২০১৯, ৬:৪৪ এএম says : 0
    তার লম্বা হওয়াটা তো দোষের কিছু না. এতে তার হাতও নেই, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাাবেই হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ