Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় নারী ওপেনারের কাছে রেকর্ড হারালেন গাঙ্গুলি-কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৫:৩৩ পিএম

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান সংগ্রহের তালিকায় নাম তুললেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা। এই তালিকায় নারী ক্রিকেটারের মধ্যে তার স্থান তিনে। তার চেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছেন মাত্র দুইজন। দুজনই অস্ট্রেলিয়ার। ৪১ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বেলিন্ডা ক্লার্ক। আরেক অজি তারকা ম্যাগ ল্যানিং এ কীর্তি গড়তে খেলেন ৪৫ ইনিংস। আর ভারতীয় ওপেনার স্মৃতি ৫১ ইনিংসে ২ হাজার ২৫ রান নিয়ে তালিকার তিনে উঠে এলেন। গতকাল বুধবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মৃতির অর্ধশতকের ওপর ভরে করে জয় তুলে নেয় ভারত। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি।
বর্তমান বিশ্বে রেকর্ডের বরপুত্র বিরাট কোহলির লেগেছে ৫৩টি ইনিংস। সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ৫২ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। নভজোত সিং সিধুরও ৫২ ইনিংস খেলতে হয়েছে। ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকর্ডটি হাশিম আমলার দখলে। এ জন্য ৪০ ইনিংস খেলেন প্রোটিয়া তারকা।
এ দিকে, ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রান করার তালিকায় সবার উপরে শিখর ধাওয়ান। ৪৮ ইনিংসে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেন এ বাঁহাতি ওপেনার। তবে স্মৃতির পিছনে পড়ে গেলেন দেশটির অনেক ব্যাটিং তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ