Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকিট নিয়ে কাড়াকাড়ি

বাংলাদেশ-ভারত টেস্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৪:০৩ পিএম

ভারতের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ১৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচের টিকিটের জন্য তৈরি হয়েছে বেশ বড় রকম চাহিদা।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এরই মধ্যে সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত ১৬ হাজার টিকিটের মধ্যে বিক্রি হয়ে গেছে ৭ হাজার। জানা গেছে, চারদিনের ম্যাচের জন্য সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে। নির্ধারিত ১৬ হাজার টিকিটের মধ্যে বাকি ৯ হাজার টিকিট আবারও অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ)। ৩১৫ রুপি থেকে শুরু করে ১,৮৪৫ রুপি দাম দিয়ে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।মধ্য প্রদেশে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে পাবেন মোট ২৭ হাজার দর্শক। নির্ধারিত ১৬ হাজার টিকিট ছাড়া বাকি ১১ হাজার টিকিট বণ্টন করে দেওয়া হবে সাবেক খেলোয়াড়, বোর্ড প্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের মাঝে।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনসে, ২২ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ