Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির আন্দোলন: শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষকদের মানবপ্রাচীর

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ২:৩৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় শুরু হওয়া মিছিলটি নিয়ে আন্দোলনকারী এখন উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছেন।

সেখানে অবস্থান করে ভিসি অপসারণে দাবিতে ‘গেট আউট, গেট আউট, ফারজানা গেট আউট; ‘অবাঞ্ছিত ভিসি- ছি! ছি!; ‘এক দফা এক দাবি, ফারজানা তুই কবে যাবি; ‘ফারজানার বিরুদ্ধে, গড়ে তুলি আন্দোলন' এই জাতীয় নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।

তবে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যেনো কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয় এজন্য মানব প্রাচীর দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আগলে রেখেছেন জাবির শিক্ষকরা। তারা বলছেন, পুলিশকে কোনো অ্যাকশনে যেতে হলে আগে আমাদের আহত করতে হবে। তারপর শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ