Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রদ্রিগোর হ্যাটট্রিকে রিয়ালের গোলবন্যা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৪:০৮ এএম

চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগোর হ্যাটট্রিকে গালাতাসারেকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেছে জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বের্নাব্যুতে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে ইউরোপের সফলতম দলটি। জোড়া গোল করেছেন করিম বেনজেমাও। আরেক গোলদাতা সার্জিও রামোস। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পাঁচ গোল করল রিয়াল।
দুর্দান্ত রদ্রিগোয় ম্যাচের শুরুতেই জোড়া গোল পেয়ে যায় রিয়াল। খানিক বাদে সের্হিও রামোসের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউরোপের সফলতম দলটি। চতুর্থ মিনিটে বাঁ দিক থেকে মার্সেলোর উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে প্রথম টোকায় এক জনকে ফাঁকি দেন রদ্রিগো। এরপর দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে নিচু শটে দলকে এগিয়ে নেন তিনি। তিন মিনিট পর তার দ্বিতীয় গোলেও অবদান মার্সেলোর। স্বদেশি লেফট-ব্যাকের বাঁকানো ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। দ্বাদশ মিনিটে ডি-বক্সে টনি ক্রুস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পানেনকা শটে স্কোরলাইন ৩-০ করেন রিয়াল অধিনায়ক। ৪৫তম মিনিটে বেনজেমার গোলে ব্যবধান আরও বাড়ায় রিয়াল। এবার অ্যাসিস্টের ভূমিকায় রদ্রিগো। ডান দিক থেকে তার বাড়ানো বল ছোট ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও একইভাবে চাপ ধরে রাখা রিয়াল ৬৭তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারতো। তবে টনি ক্রুসের হাভ-ভলি ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটে বদলি নামা ইসকো মাঠে নেমেই গোল পেয়ে যাচ্ছিলেন, তার হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। ৮১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান বেনজেমা। ডান দিক থেকে দানি কারভাহালের গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে দেন নাম্বার নাইন। ৯০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রদ্রিগো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ