বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এক রাতেই এক জেলে প্রায় অর্ধশত কোটি টাকার মালিক হয়েছেন কক্সবাজারে। তার জালে ধরা পড়া
মাত্র ৮১ টি সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হয়েছে ৩৯ লাখ টাকায়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি।
বুধবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেল মাছগুলো ধরা পড়ে।
ভাগ্যবান ব্যক্তির নাম জামাল উদ্দিন বহদ্দার। তিনি মাতারবাড়ি শাইরারডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
জামাল উদ্দিন বহদ্দার জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জাল বসান। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরো লোকজনের সহায়তায় জাল তুলা হলে দেখা যায় বড় বড় মাছে জাল ঠাঁসা।
তিনি আরো জানান, প্রতিটি মাছের ওজন নাকি ১৭ থেকে ২৫ কেজি।
স্থানীয়রা জানিয়েছে, অতীতে এত বড় সাইজের পোয়া মাছ কোন জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতুহল সৃষ্টি করে।
এই কবর শুনে স্তানীয় ও কক্সবাজার- চট্টগ্রামের মাছ বয়বসায়ীরা ভীড় জমায় সখানে। শেস পর্যন্ত মাছ গুলো বিক্রি হয় ৩৯ লাখ টাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।