Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিতের প্রচ্ছন্ন হুমকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৯:১১ পিএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতকে আশা দেখাচ্ছে রাজকোট স্টেডিয়ামের পিচ। বুধবার সংবাদ সম্মেলনে ডানহাতি এ ওপেনার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশ দলকে।
রোহিত বলেন, ‘আগে কী হয়েছে না হয়েছে ওসব নিয়ে ভাবছি না। পিচ অনুযায়ী গত ম্যাচের টিম কম্বিনেশন ভালোই ছিল। আজ পিচ দেখে বোলিং লাইনআপ নিয়ে ভাববো। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার প্রয়োজন হবে না। অন্য ফরম্যাটে আমাদের দল নির্দিষ্ট। তবে আমাদের জিততে হবে। এটাই প্রথম চাওয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ