Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে চৌকিতে সশস্ত্র হামলায় নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

থাইল্যান্ডের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় অন্তত ১৫ স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এ বছর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের বন্দুক হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত গভীর রাতে দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশের ওই নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য অঞ্চলটির স্বাধীনতাকামী বিদ্রোহীদের দায়ী করছে কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানান, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চারজন। আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ