মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার কুর্দিদের সঙ্গে তুরস্কের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ইরাকের কুর্দিশ আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট নিজরিভান বাজরানি। তিনি বলেন, তুরস্কের একমাত্র লক্ষ্য হচ্ছে পিকেকে-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা। হুররিয়াত ডেইলি নিউজের খবরে এমন তথ্য জানা গেছে। ইরবিল ভিত্তিক মধ্যপ্রাচ্য গবেষণা কেন্দ্রে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তুরস্ক তার অবস্থান পরিষ্কার করেছে। আংকারার সঙ্গে তিনি একমত বলেও জানিয়েছেন এই কুর্দিশ নেতা। এমনকি সন্ত্রাসী গোষ্ঠীদের কাছ থেকে সিরীয় কুর্দিদের দ‚রত্ব বজায় রাখার আহŸান জানিয়েছেন তিনি। নিজরিভান বাজরানি বলেন, সিরীয় কুর্দিদের ব্যবহার করে নিজেদের বৈধ হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে পিকেকে সন্ত্রাসীরা। উত্তর সিরিয়া থেকে ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসীদের উৎখাত করতে গত ৯ অক্টোবর অপারেশন পিস স্প্রিং চালায় তুরস্কের সেনাবাহিনী। হুররিয়াত ডেইলি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।