Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবজাতকরা ২৫টি সিগারেট খাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কী ভাবছেন পাগলের প্রলাপ? তা, মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ, নবজাতক আবার ধূমপান করে নাকি? তা-ও আবার দিনে ২৫টি সিগারেট! আক্ষরিক অর্থে অবশ্যই নয়। কিন্তু, দিল্লিতে দূষণ এমন ভয়াবহ জায়গায় পৌঁছেছে, যা একজন সদ্যোজাত শিশুর কাছে দিনে ২৫টি সিগারেট টানার সমান ক্ষতিকর। এমনটাই দাবি করেছেন দিল্লির প্রখ্যাত চেস্ট সার্জেন, স্যার গঙ্গারাম হাসপাতালের সেন্টার ফর চেস্ট সার্জারির চেয়ারম্যান ডাক্তার অরবিন্দ কুমার। দিল্লিতে বায়ু মানের সূচক ৬০০-র বেশি, পাশাপাশি পিএম (পার্টিকল) হল ২.৫। এই চিকিৎসকের ব্যাখ্যা, বায়ু মানের সূচক ৫০০ ছাড়ালেই তা দিনে ২৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। অর্থাৎ দিল্লিতে যে শিশু জন্মাচ্ছে, পরিবেশগত কারণে তার ফুসফুসের ক্ষতি হচ্ছে। এই চেস্ট সার্জেনের কথায়, ‘রাজধানীর এই দূষিত পরিবেশে জীবনের প্রথম দিন থেকেই একটি শিশুকে দিনে ২৫টি করে সিগারটে খেতে হচ্ছে। আমরা আমাদের সন্তানকে চেইন-স্মোকারস তৈরি করছি।’ টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ