Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচন্ড ঝড় : ম্যাচ হবে তো?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৮:৩৫ পিএম | আপডেট : ৮:৪৯ পিএম, ৬ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ দল দিল্লি থেকে রাজকোট পাড়ি দিয়েছিল সাইক্লোনের আগমনী বার্তা পেয়েই। সাইক্লোন মহা’র প্রভাবে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ পণ্ড হতে পারে বলেও জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে আজ বিকেল পর্যন্তও রাজকোটের আকাশ ছিল পরিষ্কার। কিন্তু সন্ধ্যা হতেই হঠাৎই শুরু ঝড়। একেবারে সব উড়ে যাওয়ার উপক্রম।
ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঝড় শুরু হয়। প্রথম দফায় যা টানা ২৩ মিনিট ধরে চলার পর থেমেছে। ঝড় থামার পর অবশ্য এখন সবই শান্ত।
আবহাওয়া অফিস জানিয়েছে আরব সাগরে সৃষ্ট সাইক্লোনটি গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে সরে যাচ্ছে। সেটি আঘাত হানার শঙ্কা আপাতত নেই। তবে নিম্নচাপ থাকবে।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অবশ্য ভালো। তাই ম্যাচের সময় বৃষ্টি না হলে খেলা পণ্ড হওয়ার খুব বেশি শঙ্কা নেই। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হিমানসু শাহরা বলেছিলেন, ‘২০১৩ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ছিল। দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত বৃষ্টি হলো। কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেম এতটা ভালো যে সময়মতো ম্যাচ মাঠে গড়িয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ