Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৮:২৮ পিএম

ম্যাচ ফিক্সিংয়ে গ্রেফতার হলেন এক ভারতীয় ক্রিকেটার। গ্রেফতার হওয়া ক্রিকেটারের নাম নিশান্ত সিং শেখওয়াত। ম্যাচ ফিক্সিংয়ে সরাসরি যুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং ও জুয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গ্রেফতার হলেন নিশান্ত সিং। এর আগে এম বিশ্বনাথনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া একই অভিযোগে ব্যাঙ্গালুরু ব্লাস্টের বোলিং কোচ বিনু প্রসাদকে গ্রেফতার করা হয়েছিল।
নিশান্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্বনাথানকে ম্যাচ ফিক্সিং করার জন্য প্রভাবিত করেছিলেন। টুর্নামেন্টের একটি ম্যাচে হুবলি টাইগার্সের বিপক্ষে ২০ বলে ১০ রানের কম করতে বলা হয়েছিল বিশ্বনাথানকে। ম্যাচটিতে ১৭ বলে ৯ রান করেন এ ক্রিকেটার। আর এর জন্য তাকে ৫ লাখ রুপি দেয়া হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ