Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার আপ্যায়নে সৌরভের আয়োজনে ৫০ পদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৮:১১ পিএম

২২ নভেম্বর ইডেন গার্ডেনসে ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচ। এদিকে আবার ইতিহাসে প্রথমবারের মতো সাদা পোশাকে দিবা-রাত্রীর ম্যাচ খেলতে নামবে দল দুটি। এই আয়োজনেও শোভা বাড়াতে এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) নব নিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের সরকার প্রধানের আগমনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করতে চলেছেন।
ঐতিহাসিক এই টেস্টে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, এমএস ধোনিসহ ভারতের কিংবদন্তি সব ক্রিকেটার। যোগ দেবেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
এদিন অল্প সময়ের জন্য কলকাতা সফর করবেন শেখ হাসিনা। ম্যাচ শুরুর আগের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, মধ্যাহ্নভোজে ৫০ পদের বেশি খাবার রাখা হচ্ছে শেখ হাসিনার জন্য। গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি এর মধ্যে অন্যতম।
মাছের এই পদগুলি ছাড়াও দুই বাংলার সব রকম জনপ্রিয় খাবার থাকছে অতিথিদের আপ্যায়নের জন্য। যার মধ্যে থাকছে শুক্তো (সবজির এক বিশেষ আয়োজন), আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০-এর বেশি পদ।
ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলো থাকছে। যারা মাছ পছন্দ করে না তাদের জন্য থাকছে মুরগি ও খাসির হরেক রকম আয়োজন।
এদিক কলকাতার এক পাঁচতারা হোটেলের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা করে ফেলেছেন সিএবি কর্মকর্তারা। ফাইনাল মেন্যু বিসিসিআই সভাপতি সৌরভেই চূড়ান্ত করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ