নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অংশ নিতে গুজরাটে অবস্থান করছে টাইগাররা। আজ অনুষ্ঠিতব্য ম্যাচের আগে শেষ অনুশীলনে ব্যস্ত ছিলেন ডমিঙ্গোর শিষ্যরা। অনুশীলন শেষে ম্যাচ সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন হতে পারে, ‘আমরা প্রথম ম্যাচ জিতেছি এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আমরা বসে নেই, সবাই অধীর আগ্রহে আছে এবং সেরাটা অনুশীলনে দেওয়ার চেষ্টা করছে।’
দ্বিতীয় টি-েটায়েন্টি ম্যাচ জিততে ভারত তো মরিয়া হয়ে আছে, সেটাকে কিভাবে দেখছেন? মাহমুদউল্লাহ বলনে, ‘তারা যেমন মরিয়া হয়ে আছে। আমরাও মরিয়া হয়ে আছি। কারণ আমাদের সামনে অনেক বড় সুযোগ। আমরা এই সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে।’
আগের একাদশ নিয়ে খেলবেন নাকি পরিবর্তন হতে পারে? জবাবে তিনি বলেন, ‘আপাতত মনে হচ্ছে না। আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নিব। যদি প্রয়োজন হয় তাহলে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন রাখার চেষ্টা করব। যেহেতু এই মাঠে এভারেজ ১৭০-১৮০ রান উঠছে, সেহেতু উইকেট দেখে প্রয়োজনে একাদশ পরিবর্তন হলেও হতে পারে।’
সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।