Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ঠিকানায় অশ্বিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৬:৫৩ পিএম

কিংস ইলেভেন ছেড়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেটাই হতে চলেছে এ বার। ২০২০ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে ভারতের তারকা অফস্পিনারকে।
২০১৮ সালে পুরনো দল চেন্নাই সুপার কিংস থেকে সাত কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাবে আসেন এ অফস্পিনার। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন অশ্বিন। দু’ মৌসুম অধিনায়ক থাকলেও দলকে সাফল্য এনে দিতে পারেননি।
নতুন মৌসুমে অশ্বিনকে ছেড়ে দেওয়া হবে, এ ব্যাপারে অবশ্য পাঞ্জাবের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অশ্বিনের দল পরিবর্তন হচ্ছেই। তার পিঠে উঠতে চলেছে দিল্লি ক্যাপিটালসের জার্সি। দিল্লি ছেড়ে কিংস ইলেভেন পাঞ্জাবে যাচ্ছেন দু’জন ক্রিকেটার। ফলে অশ্বিনের দলবদল নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা কেটে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ