পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আগামী ২০২১ সালের মধ্যে ইজ অফ ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করা সূচকে বাংলাদেশ দুই অংকের ঘরে ঢুকবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ইজ অফ ডুয়িং বিজনেস সূচক-২০২০ এর অগ্রগতিতে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি), বাংলাদেশ ব্যাংক, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অবদান রেখেছে।
তিনি বলেন, ‘বাণিজ্যিক প্রতিযোগিতামূলক বিশ্বে সবার অক্লান্ত সহযোগিতার মাধ্যমেই এই উন্নয়ন সম্ভব হয়েছে, আগামীতে এই পথ আরো প্রশস্ত এবং গতিশীল হবে। মো. সিরাজুল ইসলাম ভবিষ্যতে আরো বেশি সহযোগিতা কামনা করে ২০২১ সালের মধ্যে ইজ অফ ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করা সূচকে দুই অংকের ঘরে প্রবেশের আশা করেন।
সিরাজুল ইসলাম বলেন, আমাদের আরো পরিকাঠামোগত উন্নয়ন চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কর্মসংস্থান চাই এবং সেই সাথে টেকসই উন্নয়নের লক্ষ্যে সকলের মাথাপিছু রোজগারও বৃদ্ধি করতে হবে। এই সব কিছু তখনই সম্ভব, যখন দেশে অধিক হারে বিনিয়োগ আসবে।
তিনি বলেন, একটি দেশে ব্যবসা করা কতটা কঠিন কিংবা সহজ প্রতিবছর তারই সূচক তৈরি করে বিশ্বব্যাংক। মে থেকে শুরু করে পরের বছর এপ্রিল মাস পর্যন্ত বাণিজ্য সহজীকরণে সরকারের নেওয়া উদ্যোগ বিশ্লেষণ করে এই তালিকা করা হয়। দেওয়া হয় পয়েন্ট বা স্কোর।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ২০১৯, বিশ্বব্যাংক ইজ অফ ডুয়িং বিজনেস সূচক-২০২০ প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে প্রকাশিত এই প্রতিবেদনে আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে এখন ১৬৮তম। আট ধাপ অগ্রগতির পাশাপাশি উন্নতিতে সেরা ২০টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম। ব্যবসা সংশ্লিষ্ট ১০টি পৃথক মানদন্ডে বিচার করে এই সূচক তৈরি করা হয়। বিশ্বব্যাংকের সহজে ব্যবসার সূচকে এবারই প্রথম এত বেশি অগ্রগতি হলো বাংলাদেশের। বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ রিপোর্টে ২০২০ (ব্যবসা করার সূচক) অনুযায়ী এ বছর বাংলাদেশ ১০০ নম্বরে স্কোর করেছে ৪৫।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।