পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র বলেছেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্য তেমন পরিচিত নয় উল্লেখ করে এক্ষেত্রে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সম্পর্কোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার রাতে নগরীর একটি হোটেলে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদ‚ত এসব কথা বলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম সরাসরি বিজনেস চ্যানেল চালুর আহবান জানিয়ে বলেন, এতে দুই দেশই উপকৃত হবে। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা এস্টিভেস দো এন্দ্রাদে, ভাটিয়ারি গলফ ক্লাবের সিইও লে. কর্নেল মো. তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।