নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘বঙ্গবন্ধু বিপিএল’ নামের এবারের বিশেষ বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। এ বিপিএলের দলগুলোর কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। বিসিবিই সবগুলো দল পরিচালনা করবে। তবে যেকোনো প্রতিষ্ঠান দলের স্পনসরশিপ নিতে পারবে। এ নিয়মে চট্টগ্রামের স্পনসরশিপ কিনেছে আকতার গ্রুপ।
প্রথমবারের মতো বিপিএলের কোনো দলের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পনসরশিপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা।
দলের সিওওর দায়িত্ব সৈয়দ ইয়াসির আলম নিয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি পূর্ণাঙ্গ দল তৈরির প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ ইয়াসির আলম।
এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও নিয়োগসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নিয়ম ও সময় মেনে সব ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।