Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ দলের ভালো খেলার কারণ কি? জানালেন আফিফ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১১:২২ পিএম

সাকিব-তামিম ছাড়াও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। আক্রমণাত্মক আর দলীয় পারফরমেন্সের কারণেই এসেছে এ জয়। দলের তরুণ ক্রিকেটার আফিফ সাংবাদিকদের জানালেন, দলের পরিকল্পনাই ছিল আক্রমণাত্মক খেলা। তিনি বলেন, ‘দলের পরিকল্পনা ছিল,ফিল্ডিংয়ে সবাই আগ্রাসী থাকব। মাঠে সেটাই করার চেষ্টা করেছি। ফিল্ডিংয়ের ব্যাপারে অনেক জোর দেওয়া হচ্ছে, যেন প্রত্যেকটা সুযোগ কাজে লাগাতে পারি।'
এ ম্যাচে ভারত চাপে আছে কিনা এমন প্রশ্নে এ ক্রিকেটার বলেন, ‘ভারত চাপে আছে কিনা আমি জানি না, কিন্তু প্রথম ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে একথা বলতে পারি।’
আত্মবিশ্বাসী আফিফ জানালেন, জয় নয়, ভাবছেন নিজেদের স্বাভাবিক দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার ব্যাপারে। ‘আমরা সিরিজ জয় কিংবা হার নিয়ে ভাবছি না। আমরা শুধু আমাদের কাজ নিয়ে ভাবছি। পরে কী হবে তা নিয়ে চিন্তা করতে চাই না।’
এছাড়া নতুন কোচ ডোমিঙ্গো ও নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ খেলার ব্যাপারে ক্রিকেটারদের দিয়েছেন স্বাধীনতা। আর এটাকেও ভালো খেলার কারণ মনে করেন আফিফ। তার মতে, ‘আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো এবং আমাদের অধিনায়কের বার্তা ছিল আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলার। তিনি (ডমিঙ্গো) সবসময় আমাদের খোলা মনে খেলতে বলেন এবং খেলোয়াড়দের চাপমুক্ত হয়ে খেলতে পারার এটাই কারণ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ