Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলমেট পরে ডিউটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ভবনের ছাদের কয়েক জায়গায় গর্ত হয়ে গেছে। ভবনও নড়বড়ে। যে কোনো সময় মাথার ওপর ছাদটা ভেঙে পড়তে পারে। এমন আশঙ্কা থেকে হেলমেট মাথায় দিয়েই কাজ করছেন কর্মীরা। ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার বিদ্যুৎ বিভাগের বেশ কয়েকজন কর্মীকে এভাবেই হেলমেট পরে অফিসে কাজ করতে দেখা গেছে। ওই কর্মীরা জানিয়েছেন, তাদের অফিস ভবনটি প্রায় ধসে পড়ার মতো অবস্থা। সে কারণেই তারা প্রতিদিন হেলমেট পরেই অফিস করেন। কর্মীদের হেলমেট পরা ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই সরকারি ভবনের কর্মীরা জানিয়েছেন, তারা যে রুমে কাজ করেন সেই রুমের ছাদে বেশ কিছু গর্ত তৈরি হয়েছে এবং প্লাস্টার খসে পড়েছে। এক কর্মী বলেন, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেজন্য নিজেদের সুরক্ষিত রাখতেই আমরা হেলমেট পরে কাজ করছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ভবনের বিষয়ে বেশ কয়েকবার জানিয়েছি। কিন্তু এ বিষয়ে কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ