নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এবারই প্রথম নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী বাস্কেটবল দল। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এ আসরে ভালো ফলাফলের লক্ষ্যে শেষ মূহূর্তের প্রস্তুতি ভারতে সারতে চাইছে দলটি। এ লক্ষ্যে পশ্চিমবঙ্গ মহিলা বাস্কেটবল দলের সঙ্গে বেশ ক’টি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ১১ সদস্যের বাংলাদেশ নারী বাস্কেটবল দল। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কমান্ডার (অব.) একে সরকার। এ সময় ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন এবং এশিয়া থ্রি অন থ্রি কমিটির সদস্য বাবু রঞ্জিত চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
ভারতগামী বাংলাদেশ দলের দলের সদস্যরা হলেন-অধিনায়ক তাসফিয়া চৌধুরি, নাহিয়ান নূর, নাফিসা সানজানা, শারমিন আক্তার, মুসলিমা জাহান, মুসকান গুপ্তা, ফেরদৌসি, শারমিন, হাবিবা আক্তার বৃষ্টি, রুপা আক্তার ও কোচ সবুজ মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।