নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে দাপুটে জয় পেয়েছে ঢাকা বিভাগ। ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়া রাজশাহী বিভাগ শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি। ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয় পেয়েছে ঢাকা। এই জয়ে টায়ার ওয়ানে ২০.৬০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাদিফ চৌধুরীর দল।
আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে রাজশাহী অলআউট হয় ২৪১ রানে। এর আগে রাজশাহীর প্রথম ইনিংসে ২৩০ রানের জবাবে ঢাকা প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৭৫ রানে ইনিংস ঘোষণা করে।
৩ উইকেটে ৭৭ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে রাজশাহী। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রাজশাহীর ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকে তারা।
নাজমুল হোসাইন শান্ত ও সাব্বির রহমান ছাড়া কোন ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। ফলে ইনিংস ও ৪ রানের জয় পায় ঢাকা। রাহশাহীর নাজমুল শান্ত ৫১ ও সাব্বির ৫৮ রান করেন।
ঢাকা বিভাগের নাজমুল ইসলাম ও সাইফ হাসান ৩টি, সালাউদ্দিন শাকিল ২টি এবং শুভাগত হোম ও তাইবুর রহমান ১টি করে উইকেট নেন। ঢাকা বিভাগের শুভাগত হোম ম্যাচ সেরা নির্বাচিত হযেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।