Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানি পপ তারকা রাবি পিরজাদার অভিনয় ছাড়ার ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৪:০০ পিএম

নাচ-গানের দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আলোচিত পাকিস্তানি অভিনেত্রী-গায়িকা রাবি পিরজাদা। সাথে সাথে বিগত জীবনে তার থেকে ঘটে যাওয়া গোনাহ থেকেও তাওবা করেছেন তিনি। খবর জিয়ো নিউজ এর।
ডেইলি জং এর খবরে জানানো হয়, সোমবার রাবি পিরজাদা নিজের যাবতীয় পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আমি রাবি পিরজাদা শোবিজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন এবং মানুষের মনে আমার প্রতি যে রাগ জমা হয়েছে, তাও যেন কিছুটা কম হয়।’
গত সপ্তাহে রাবি পিরজাদার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যায়। এর জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং-এর মুখে পড়েন তিনি। তারপরই নাচগান ছাড়ার কথা ঘোষণা করেন রাবি পিরজাদা।
সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ইতিমধ্যে অভিযোগও জানিয়েছেন তিনি।
রাবি পিরজাদা কিছুদিন আগে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আত্মঘাতী হামলার হুমকি দেন এবং একই ইস্যুতে এর আগে সাপ ও কুমির নিয়েও মোদীকে হুমকি দিয়েছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি পিরজাদা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ