Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ, আছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০৪ পিএম

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ সাজিয়েছে ভারতীয় জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকার। তাদের সেই সেরা একাদশে রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট বা ওয়ানডে ক্রিকেটের বিবেচনায় টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুটা খুব বেশি দিনের নয়। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের এ সংক্ষিপ্ততম ভার্শনের। জনপ্রিয়তার তুঙ্গে এখন টি-টুয়েন্টি ক্রিকেট। দর্শকদের বিপুল উপস্থিতি ও উত্তেজনা এ ক্রিকেটকে দিয়েছে নতুন মাত্রা।
গত ১৫ বছরে টি-টুয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিভিন্ন সময়ে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করে একাদশ সাজিয়েছে ক্রিকট্রেকার। যেখানে বাংলাদেশি পোস্টার বয় সাকিব ছাড়াও আছেন ইংল্যান্ড বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গান।
সেরা একাদশে ভারতের আছেন দুজন, পাকিস্তানের আছেন তিনজন, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড-আফগানিস্তান ও বাংলাদেশের একজন করে জায়গা পেলেও এই একাদশে নাম নেই ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারদের। এছাড়া অস্ট্রেলিয়ার কারও নাম আসেনি সেরা একাদশে।
টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ :
রোহিত শর্মা (ভারত), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), ইয়ন মর্গান (অধিনায়ক/ ইংল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), উমর গুল (পাকিস্তান) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ