Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম


বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিংয়ের (করপ্যাট) উদ্বোধনী অনুষ্ঠান গতকাল চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখাঁনে ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ (এসএমডব্লিউটি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌপ্রধান (অপারেশান) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ওয়েস্টার্ন প্যাসিফিক কমান্ডের কমান্ডার লজিস্টিক গ্রুপ (টাস্ক ফোর্স-৭৩) রিয়ার এডমিরাল মারে টাইন্স।

যৌথ এ প্রশিক্ষণ ও মহড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার সর্ববৃহৎ মহড়া। দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে এ মহড়া। প্রথম পর্বে ২ থেকে ৩ নভে¤¦র পর্যন্ত প্রাক-প্রশিক্ষণ মহড়ার আওতায় বিভিন্ন প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে গতকাল থেকে ৭ নভে¤¦র পর্যন্ত বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে। মহড়াটি কমান্ডার বিএন ফ্লিট এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি এয়ার ক্রাফটসহ (চ-৮অ) উল্লেখযোগ্য সংখ্যক নৌসদস্য অংশ নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর নৌসদস্যসহ বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নেভাল এভিয়েশনের সদস্যরা অংশ নিচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ