Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরের জনাকীর্ণ সবজি বাজারে গ্রেনেড হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বিশেষ মর্যাদা বাতিলের পর উত্তপ্ত কাশ্মীরে আাবারও গ্রেনেড হামলা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে শ্রীনগরের এক সব্জি বাজারে এই হামলা চালানো হয়। হামলায় এক বেসামরিক ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৫ জন। দিল্লির দাবি, পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিরাই কাশ্মীরে সন্ত্রাসী তৎপরতা চালায়। আন্তর্জাতিক অঙ্গনেও তারা এই দাবি প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। এ বছর আগস্টে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক দুই অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর থেকে কাশ্মীরে উত্তেজনা বেড়েছে। স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিগত ১০ দিনের মধ্যে কাশ্মীরে তৃতীয় বারের মতো গ্রেনেড হামলা চালানো হলো। পিটিআই ও এনডিটিভির খবরে দাবি করা হয়েছে, সোমবার শ্রীনগরে মৌলানা আজাদ বাজারে জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়েছে । শহরের কেন্দ্রস্থল হরি সিং হাই স্ট্রিটে ঘটা ওই বিস্ফোরণে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরআগে ২৮ অক্টোবর কাশ্মীরের সোপোরের বাস স্টেশনে গ্রেনেড হামলায় অন্তত ১৫ জন আহত হন। ওই হামলার জন্য সন্ত্রাসীদের দায়ী করে ভারতীয় পুলিশ। ওই হামলার দুই দিন আগে শ্রীনগরে দেশটির আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্যদের ওপরও গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করা হয়। পিটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ