মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত। কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডুর উত্তরপশ্চিমে সিন্ধুপালচক জেলায় রোববার ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ ও দি হিন্দু জানিয়েছে, দোলাখা জেলা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি সড়ক থেকে ছিটকে ১৬৫ ফুট নিচে সংকোশি নদীতে গিয়ে পড়ে। জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। এছাড়া বাসচালকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেমজং আরো জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে বাসে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড না থাকায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না। অনুন্নত সড়ক, অনিয়ন্ত্রিত যানবাহন এবং বেপরোয়া গতির কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসে যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে গেলে ১১ জন নিহত হয়। আহত হয় শতাধিক যাত্রী। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।