মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত ৪ জন আহত হওয়া ছাড়াও আক্রমণকারীর কামড়ে একজনের কান বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই কু এলাকায় সিটি প্লাজা শপিং মলের কাছে এ ঘটনা ঘটেছে বলে রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চার পুরুষ ও এক নারী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে রাজনৈতিক বিষয় নিয়ে বচসার পর চীনা ম্যান্ডারিন-ভাষী এক ব্যক্তি ছুরি বের করে হামলা চালাতে শুরু করে। চারজনকে ছুরিকাঘাতের পর হামলাকারী কামড়ে স্থানীয় এক গণতন্ত্রপন্থী রাজনীতিবিদের কান কেটে নেয়। তিনি ওই হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলের ছবিতে আহতদেরকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় এবং একটি ছুরিও পড়ে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীরা হামলাকারীর ওপর চড়াও হয়ে তাকেও মারধর করেছে এবং তাকে গেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে খবরে। হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থি বিক্ষোভে রোববার বিভিন্ন স্থানের মধ্যে সিটিপ্লাজা শপিং সেন্টার এলাকাতেও জড়ো হয় বিক্ষোভকারীরা। চীনের মূলভ‚খন্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাস থেকে হংকংয়ে এ আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। টানা বিক্ষোভের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আত্মনিয়ন্ত্রণাধিকারের আরো অনেক দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।