Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর জেলার কোতয়ালী থানা থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চোর চক্রের মূল হোতাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ৭:১৯ পিএম

র‌্যাব-৮,ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী মোটর সাইকেল,অটোরিক্সা, ইজিবাইক চুরি সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে মোটর সাইকেল ও ইজিবাইক চোর চক্রের সন্ধানে নামে র‌্যাব-০৮। এর মধ্যে ফরিদপুর শহরে গত ০২/১১/২০১৯ইং তারিখ রাত অনুমান ২২.৪০ ঘটিকার সময় রঘুনন্দনপুর গ্রামস্থ মোঃ আবুল হাশেম গাজীর অটোরিক্সা চুরি হওয়ার বিষয় ফরিদপুর র‌্যাব ক্যাম্পকে অবহিত করলে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ০৩/১১/১৯ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর আব্দুল হামিদ মোল্লা বাড়ির সড়কে ‘‘জনৈক আছির উদ্দিন মন্ডলের বসত বাড়ী হতে আসামী ১। মোঃ শাহিন মন্ডল(৪০), ০২। মোঃ শামীম মন্ডল (৩০), উভয় পিতাঃ আছের উদ্দিন মন্ডল, সাং-কোমরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে চোরাইকৃত ব্যাটারী চালিত অটোরিক্সার বিভিন্ন পার্টস (যন্ত্রাংশ) সহ আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন অটোরিক্সা চুরি করে পার্টস খুলে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফরিদপুর সহ আশেপাশের জেলায় বিভিন্ন লোকজনের কাছে কম দামে বিক্রি করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্ত করে আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে একটা মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ