বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল গত ৩০ অক্টোবর বুধবার বিশ্ব সূফী সম্মেলনে যোগদান, আউলিয়ায়ে কেরামগণের মাজার জিয়ারত ও ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য উজবেকিস্তান ভ্রমন করেন।
সেখানে পৌঁছে নেতৃবৃন্দ বিশ্ব সূফী সম্মেলনে যোগদানের পর এপর্যন্ত বিভিন্ন ওলামায়ে কিরামগণের মাজার জিয়ারতসহ অসংখ্য সভা-সেমিনারে অংশগ্রহণ করেন। তারই ধারাবহিকতায় গতকাল নেতৃবৃন্দ উজবেকিস্তানের বিভিন্ন দর্শনিয় স্থান ও মাজার জিয়ারতে ব্যস্ত সময় অতিবাহিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য আহলে সুন্নাত ওয়াল জাময়াতের ইমাম, ইমাম আল মাতুরিদি (রহ.) এর মাজার, শাহী জিন্দা (রহ.) এর মাজার ও হযরত কুসাম ইবনে আব্বাস (রাঃ) এর মাজার জিয়ারত। উল্লেখ্য হযরত কুসাম ইবনে আব্বাস (রাঃ) ছিলেন, রাসূল (সঃ) এর চাচা হযরত আব্বাস (রাঃ) এর পুত্র এবং রাসূল (সঃ) এর অত্যন্ত ¯েœহধন্য ব্যাক্তিদের মধ্যে অন্যতম। রাসূল (সঃ) এর দাফন-কাফন এমনকি গোসল তিনি নিজ হাতে সম্পন্ন করে রওজায় রাখার পর সবশেষে রওজা থেকে বের হন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি উজবেকিস্তানে আসেন এবং এক পর্যায়ে সেখানেই শাহাদাত রবণ করনে। তাঁর এ মাজারকে ঘিরে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের মতে যায়গাটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। নেতৃবৃন্দ হযরত কুসাম ইবনে আব্বাস (রাঃ) এর মাজারে দেশের শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন।
জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে উজবেকিস্তানে জিয়ারত, পরিদর্শন ও ভ্রমনরত প্রতিনিধি দলে রয়েছেন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আল্লামা ওবায়েদুর রহমান খান নদভী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আব্দুস সালাম আল-মাদানী , জমিয়াত সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা কমর উদ্দীন চৌধূরী (সিলেট), সহ-সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম (যশোর), যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আ খ ম আবুবকর সিদ্দিক (ঢাকা), সহকারী মহাসচিব অধ্যক্ষ নুমান আহমেদ বিশ্বনাথী (সিলেট), সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মোঃ ইদ্রিস খাঁন (ময়মনসিংহ), সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ আনছার উল্লাহ (পাবনা), শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবুসালেহ মোঃ কুতুবুল আলম (সিলেট) প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।