নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। আজ লাহোরে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে ফারজানা হকরা। এ জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করল লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান সফরে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নাহিদা খানের (৬৩) হাফ-সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ২১০ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের হয়ে অধিনায়ক রুমানা আহমেদ ৩টি আর সালমা খাতুন নেন দুটি উইকেট।
জবাবে এক বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দেশের মেয়েরা (২১১)। দাপুটে অর্ধ-শতক হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন ফারজানা হক (৬৭)। তার আগে ৪৪ রানে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সায়েদা আরুব শাহ ও ক্যাপ্টেন বিসমাহ মারুফ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় দেশের মেয়েরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।