Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে শুভেচ্ছায় ভাসছেন টাইগাররা

আবদুল মোমিন: | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:৪১ এএম

ভারতের মাঠে রোহিত শর্মাদের হারিয়ে নতুন ইতিহাস গড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন টাইগাররা। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে অতীতে ভারতের মাঠে অজেয় ছিল বাংলাদেশ। সেই না পাওয়ার খড়া আজ কাটালেন মুশফিকরা। তাই তাদের অভিনন্দন জানাতেও দেরি করেনি ক্রিকেটপ্রেমীরা। জয় লাভের সঙ্গে সঙ্গে যেন ফেইসবুকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা শুরু হয়।

রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতকে ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘সাকিব বিহীন খেলা দেখা কষ্টের, তাই আজ জেতাটাও আমাদের জন্য জরুরী ছিল! আইসিসি'র সকল ষড়যন্ত্রই পানিতে পড়লো! প্রথমবারের মতো ইতিহাস তৈরি করলো! অভিনন্দন মুশফিক| অভিনন্দন বাংলাদেশ টিম! খেলা শেষে কোন উচ্ছলতা ছিলোনা, যেন সাকিব বিহীন বাংলাদেশকে জিতিয়ে নেবার জন্য অনেক বড় একটা দায়িত্ববোধের জায়গা হতে খেলেছিল আমাদের ছেলেগুলো! সবার জন্য শুভকামনা।’’

ক্রিকেটপ্রেমী রানা সোহেল লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ! সকাল থেকে আমি একাই চিৎকার করছি, সাহস হারালে চলবে না! সাকিববিহীন বাংলাদেশ বহুবার প্রমাণ করেছে যে বাংলাদেশ সাকিব নির্ভর কোনো দল নয়, নতুন নতুন সাকিবের অভাব নেই আমাদের! এবার মিললো তো?’’

বুবলি অপু লিখেছেন, ‘‘সাকিব, তামিম, মাশরাফিবিহীন টি-২০ তে প্রথমবার ভারতকে হারালাম। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটদল। যারা বলেছিল সাকিব না ক্রিকেটে ফেরা পর্যন্ত খেলা দেখাবোনা, তাদের জন্য এক গ্লাস সমবেদনা।’’

লুবাবা নাজিয়াত তুবা লিখেছেন, ‘‘টি-২০ এই প্রথম ভারতকে হারালাম, খুব মজা লাগছে। সাকিব ছাড়াও যে জেতা যায় তা বিশ্ববাসী দেখলো।’’

‘‘চিরপ্রতিদ্বন্দ্বী ও চিরশত্রু ভারতকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি’’ লিখেছেন মাসুদ রানা মিয়াজী।

টাইগারদের অভিনন্দন জানিয়ে শুভ মাহফুজ লিখেছেন, ‘‘এই বিজয় তৃপ্তিময় বিজয়! ইন্ডিয়ার সাথে বলে কথা! অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।’’

তুফায়েল আহমেদের মন্তব্য, ‘‘আমাদের সাকিবকে আইসিসি যড়যন্ত্র করে বাদ দিছে। তারপরও টাইগারদের থাবাতে ইন্ডিয়া বাঁচতে পারেনি। সাবাস বাংলাদেশ ক্রিকেট টিম।’’

বাবুল আহমেদ লিখেছেন, ‘‘অসাধারণ বাংলাদেশ, অসাধারণ! প্রিয় মুশফিক ও মাহমুদউল্লাহ, নির্দিষ্ট করে বললে এই জয়টা আপনাদের দু'জনের কাছে আমাদের পাওনা ছিলো। ছিলো পেছনে রেখে আসা এক ভয়ংকর স্মৃতি মুছে ফেলার জন্যও। অভিবাদন।’’

‘‘মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা শুধু ম্যাচ জিতে নাই,,,,,জিতেছে ১৮ কোটি বাঙালির হৃদয়। শুভকামনা রইল তোমাদের জন্য’’ লিখেছেন সালেহা খানম।

জাহিদুল ইসলাম লিখেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি জয়। আর এই জয়ে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স সত্যি মুগ্ধ করেছে আমাদেরকে।’’



 

Show all comments
  • আসাদুর ৪ নভেম্বর, ২০১৯, ৬:০৭ এএম says : 0
    অপেক্ষাকৃত দুর্বল দল ভারত, তবে তাদের মাঠে পরাজিত করায় অনেক ধন্যবাদ। আমরা নিদহাস ট্রফিতে ও যে সাকিব ছাড়া ফাইনালে গেছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ