Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ সেরা ফলচাষীর পুরস্কার পেলো নাটোরের আলফাজুল আলম

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : জাতীয় পর্যায়ে ফলদ বৃক্ষরোপণ ও পরিচর্যায় কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরুপ নাটোরের ফলচাষী আলফাজুল আলম সেরা ফল চাষীর পুরস্কার পেয়েছেন। শনিবার ঢাকাস্থ আ.কা.মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে বিকেল ৫টায় কৃষি মন্ত্রণালয় আয়োজিত ফলদ বৃক্ষরোপন পক্ষের সমাপনী অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুলাহ তাঁর হাতে একটি ক্রেষ্ট, সনদপত্র ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) ফজলে ওয়াহেদ খন্দকারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকতারা। উলেখ্য, এবছর দেশের তিনজনকে সেরা ফল চাষী হিসাবে মনোনীত করা হয়। এতে নাটোরের আলফাজুল আলম তৃতীয় স্থান লাভ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ সেরা ফলচাষীর পুরস্কার পেলো নাটোরের আলফাজুল আলম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ