Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ধোঁয়ার জালে বন্দি কুতুব মিনার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

স্বাস্থ্যের জন্য সিগারেটের মতোই ক্ষতিকর দিল্লি। ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ু দ‚ষণ নিয়ে এমনটাই মন্তব্য করলেন দেশটির প্রভাবশালী রাজনীতিক ও কংগ্রেস দলীয় এমপি শশী থারুর। রবিবার টুইটারে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি। শশী থারুর বলেন, কুতুব মিনার (দিল্লিতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার) যেন সিগারেটের ধোঁয়ার জালে বন্দি। টুইটারে একটি প্রতীকী ছবিও পোস্ট করেন এ রাজনীতিক। সেখানে কুতুব মিনারের পাশেই এক প্যাকেট সিগারেট। সঙ্গে ব্যঙ্গাত্মক মন্তব্য, ‘যারা সিগারেটে সমর্পিত প্রাণ, তারা একবার দিল্লির বাতাসের স্বাদ নিয়ে যান।’ সিগারেটের প্যাকেটের সতর্কবাণীর আদলে নিজের পোস্ট করা ছবির মাধ্যমেও সতর্কবার্তা দিয়েছেন তিনি; যাতে লেখা রয়েছে, সিগারেটের মতোই দিল্লি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! আশপাশের রাজ্যে শস্যের বর্জ্য জ্বালানো ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানীর আকাশ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী সপ্তাহ পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ