Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ম্যাপ প্রত্যাখ্যান পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সীমানা সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ভারতের নতুন রাজনৈতিক মানচিত্রও প্রকাশ করেছে তারা। এদিকে, ভারতের নতুন রাজনৈতিক এই মানচিত্র (ম্যাপ) প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান ভারতের নয়া রাজনৈতিক মানচিত্রকে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত জম্মু ও কাশ্মীর অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলগিত-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২ নভেম্বর ভারতের প্রকাশ করা মানচিত্র ‹ভুল›। এর কোনো আইনগত ভিত্তি নেই। এটা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসম‚হের সম্প‚র্ণ লঙ্ঘন করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তান এই রাজনৈতিক মানচিত্র প্রত্যাখ্যান করে, যা জাতিসংঘের মানচিত্রের সাথে সামঞ্জস্যপ‚র্ণ নয়। পাকিস্তান বলছে, আমরা পুনরায় বলি যে ভারতের কোনও পদক্ষেপই জাতিসংঘ দ্বারা স্বীকৃত জম্মু ও কাশ্মীরের বিতর্কিত অবস্থার পরিবর্তন করতে পারে না। দেশের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে গঠন হওয়া এবং এগুলোর প্রথম লেফটেন্যান্ট গভর্নরের শপথগ্রহণের দুদিন পর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সাবেক কেন্দ্রীয় অর্থ সচিব গিরিশচন্দ্র মুর্মু জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথগ্রহণ করেন এবং সাবেক প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন। শনিবারের বিজ্ঞপ্তি অনুসারে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কারগিল ও লেহো ব্যতীত প‚র্বের রাজ্যের সব জেলা নিয়েই থাকবে। কারগিল ও লেহো থাকবে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে। ডন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ