Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোনে আড়ি পেতে সরকার অধিকার খর্ব করছে : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

খোদ ভারত সরকারের বিরুদ্ধেই ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপে আড়িপাতার অভিযোগ নিয়ে যখন গোটা দেশ সোচ্চার, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেছেন, রাজনীতিবিদ থেকে শুরু করে বিচারক, আমলা, সাংবাদিক, সব গুরুত্বপ‚র্ণ ব্যক্তির ফোনেই আড়ি পাতা হচ্ছে। এখন হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজও রেকর্ড করে নিচ্ছে বিভিন্ন সংস্থা। আমার ফোনেও যে আড়ি পাতা হয়, তা তো আমি জানি। পুরো ব্যাপারটাই এক ধরনের চরবৃত্তি। মমতার অভিযোগ, আড়ি পাতার মাধ্যমে ব্যক্তির গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে। এজন্য তিনি সরাসরি ভারত সরকারকে দায়ী করেছেন। দু’-তিনটি রাজ্য সরকারও এর সঙ্গে রয়েছে। ইসরাইলি সংস্থা এনএসও ভারত সরকারকে আড়ি পাতা সংক্রান্ত তথ্য দিয়েছিল বলে অভিযোগ তুলেছেন মমতা। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ