Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈষম্যের শিকার রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ৭:৫৮ পিএম

সময়ের আলোচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের দাবি, রোনালদো পর্তুগিজ হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন। ফুটবল মাফিয়াদের ষড়যন্ত্রের কারণেই মেসি এগিয়ে। এসব মাফিয়াদের দাপট না থাকলে ব্যক্তিগত সাফল্যে মেসির চেয়ে রোনালদোই এগিয়ে থাকতেন।
পর্তুগিজ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদোর মা বলেন, ‘রোনালদো পর্তুগিজ হওয়ার কারণেই এই বৈষম্যের শিকার হচ্ছেন। রোনালদো যদি স্প্যানিশ অথবা ইংরেজ ফুটবলার হতেন তাহলে ফুটবল মাফিয়ারা তাকে সাহায্য করত। এতটুকু নিশ্চিত থাকেন যে, তার সাথে এখন যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এগুলো অন্তত করা হতো না।’
এছাড়া এ মৌসুমেও রোনালদোই সেরা হবেন বলে বিশ্বাস তার মায়ের। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী যে, রোনালদোই সেরা হবে। আপনারা রোনালদোর এই মৌসুমের খেলাগুলো বিশ্লেষণ করলেই বুঝবেন যে, রোনালদোই সেরা হওয়ার যোগ্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ