Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত : টি-টোয়েন্টির ‘১০০০’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ৫:৪৪ পিএম | আপডেট : ৫:৪৭ পিএম, ৩ নভেম্বর, ২০১৯

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল সফল না হলেও এবার ইতিহাসের অংশ হতে যাচ্ছে। আজ রোববার ভারতের বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের ম্যাচটি টি-টোয়েন্টি ইতহাসের ‘১০০০’তম ম্যাচ।
২০০৫ সালে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৪ বছর পর এই ফরম্যাটের খেলায় বাংলাদেশ হাজার তম ম্যাচে নাম লেখাতে যাচ্ছে।
আজ অকল্যান্ডে টি-টোয়েন্টি ইতিহাসের ৯৯৮তম ম্যাচটি বাংলাদেশ শুরু হয়সময় সকাল ৭টায়। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড লড়েছে সেই ম্যাচে। ইংল্যান্ডকে ২১ রানে সেই ম্যাচে হারিয়েছে নিউজিল্যান্ড। এরপর সকাল সাড়ে ৯টায় ৯৯৯তম ম্যাচে মাঠে নামে পাকিস্তান আর অস্ট্রেলিয়া। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচটির ফল হয়নি। দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। হাজারতম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে সমর্থকদের প্রত্যাশাও অনেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ