Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যাসন্তান আসছে বাপ্পা-তানিয়ার ঘরে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ৩:১৩ পিএম

গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ের সুখবর দেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইন। আর এ বছরে দিলেন নতুন অতিথির খবর।
বেশ ঘটা করেই জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যাসন্তান।
গতকাল (১ নভেম্বর) আয়োজন করা হয় তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠান। হবু বাবা-মা ও নতুন অতিথিকে শুভেচ্ছা জানাতে এতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা।
তানিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আসলে আমাদের জন্য সত্যি অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। বাসাজুড়ে আমরা তার জন্য অপেক্ষা করছি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘ঘরোয়াভাবে তানিয়া ও আমার শাশুড়ি সাধ আয়োজন করেছিলেন। আমরা সবার কাছে দোয়া নিয়েছি। আশা করছি, ডিসেম্বরে সবাইকে সুখবর দিতে পারব।’

এদিকে সাধ আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, নায়িকা মাসুমা রহমান নাবিলা, উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ।
গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ