Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষস্থান দখলেন সুযোগ হারাল রিয়াল

রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূণ্য ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১:৫৪ পিএম

সুযোগ ছিল শীর্ষে উঠার। কিন্তু তা কাজে লাগাতে পারল না জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল বেতিসের সঙ্গে। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সপ্তম মিনিটে করিম বেনজেমার শট ফিরিয়ে দেন বেতিস গোলরক্ষক। পরের মিনিটেই বেনজেমার থ্রু বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এদেন আজার। তবে ভিএআরের সাহায্যে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। ৩৬তম মিনিটে দানি কারভাহালের পাসে পা ছোঁয়াতে ব্যর্থ হন ছোট ডি-বক্সের ভেতরে থাকা বেনজেমা।
বিরতির আগে শেষ মিনিটে বেতিসের প্রতি-আক্রমণে গোল হজম করতে বসেছিল রিয়াল। গোলরক্ষক থিবো কোর্তোয়া অনেকটা এগিয়ে থাকায় স্প্যানিশ ফরোয়ার্ড লোরেন মোরোন ডি-বক্সের অনেকটা বাইরে থেকে উঁচু করে শট নেন। বেশ খানিকটা ছুটে শেষ মুহূর্তে হাত ছুঁইয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন কোর্তোয়া।
৬১তম মিনিটে ভালো একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগো। দুই মিনিট পর প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। ৮২তম মিনিটে আবারও প্রতি আক্রমণে দূরপাল্লার জোরালো শটে চেষ্টা করেন বেতিসের ফরাসি ফরোয়ার্ড নাবিল ফেকির। এবারও কর্নারের বিনিময়ে তা রুখে দেন কোর্তোয়া। শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ