নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১৬ সালে সবশেষ টি-টোয়েন্টি খেলার পর ভারত সফরে জাতীয় দলে ডাক পেলেন পেসার আল আমিন। টি-টোয়েন্টি দলের এক সময়ের নিয়মিত সদস্য আল আমিন সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এছাড়া তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে, টেস্ট খেলেছেন ৫ বছর আগে।
জাতীয় দলের জার্সিতে ভারতের মাটিতেই প্রত্যাবর্তন করতে যাওয়া আল আমিনের সামনে মাশরাফি ও রাজ্জাককে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানতে পারতেন বলেই জাতীয় দলে একসময় নিয়মিত ছিলেন আল আমিন। তবে বাজে ফিল্ডিং ও শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়তে হয় তাকে। বাদ পড়ার আগে এ পেসার ২৫ ম্যাচে শিকার করেন ৩৯ উইকেট। আর তাতেই বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
ভারত সিরিজের ৩ ম্যাচেই খেলার সুযোগ পেলে উইকেট শিকারির তালিকার তিন নম্বরে উঠে আসার সম্ভাবনা রয়েছে আল আমিনের। ৫৪ ম্যাচে ৪২ উইকেট নিয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি। অন্যদিকে ৩৪ ম্যাচে ৪৪ উইকেট শিকার করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। কাজেই আর মাত্র ৪ উইকেট শিকার করলে আল আমিন টপকে যাবেন মাশরাফিকে, আর ৬ উইকেট শিকার করলে ছাড়িয়ে যাবেন রাজ্জাককে।
এছাড়া টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সদ্য নিষিদ্ধ হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৬ ম্যাচে সাকিবের শিকার ৯২ উইকেট। তালিকার দুইয়ে থাকা মুস্তাফিজের শিকার ৩৪ ম্যাচে ৫২ উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।