Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশজনের বায়ার্নকে উড়িয়ে দিল ফ্রাঙ্কফুর্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১:৪৩ এএম

খেলার শুরুতেই ধাক্কা খায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের দৈর্ঘ্য যখন মাত্র ৯ মিনিট, তখন লাল কার্ড দেখেন ডিফেন্ডার জেরোমে বোয়েটাং। একজন কম হওয়ার সুবিধা পুরোই কাজে লাগিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বুন্দেসলিগায় সাতবারের চ্যাম্পিয়নদের শনিবার ৫-১ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট। লিগে টানা ১৬ ম্যাচ পর বায়ার্নকে হারাল দলটি।
ম্যাচের নবম মিনিটে ডি-বক্সের বাইরে প্রতিপক্ষ ফরোয়ার্ড গনসালোকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন ডিফেন্ডার জেরোমে বোয়েটাং। পরে ভিএআরের সহায়তায় জার্মান ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুবিধা নিয়ে চাপ বাড়াতে থাকা স্বাগতিকরা দ্রুত গোলের দেখা পায়। ২৫তম মিনিটে ফিলিপ কসতিচের গোলে এগিয়ে যাওয়ার আট মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জিব্রিল শো। ৩৭তম মিনিটে ব্যবধান কমান দারুণ ছন্দে থাকা রবের্ত লেভানদোভস্কি। চলতি লিগে এটি পোলিশ স্ট্রাইকারের ১৩তম ও মৌসুমে ১৫ ম্যাচে ২০তম গোল।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন স্বাগতিক দলের আর্জেন্টাইন ডিফেন্ডার দাভিদ আব্রাহাম। আক্রমণের ঝড় বইয়ে দেওয়া ফ্রাঙ্কফুর্ট চতুর্থ গোল পায় ৬১তম মিনিটে। এবারের গোলদাতা মার্টিন ইন্টারেগার। ৮৫তম মিনিটে বায়ার্নের কফিনে শেষ পেরেক ঠুকে দেন গনসালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ