নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের বিপক্ষে সিরিজে নেই দলের মূল দুই প্রাণভোমরা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে দলে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমই বলতে গেলে প্রধান ভরসার কেন্দ্রবিন্দু। তবে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, তিনি সাকিবকে মিস করছেন এবং বিশ্বসেরা অলরাউন্ডারের না থাকায় কম্বিনেশনেও সমস্যা হবে। কিন্তু দলের তরুণ খেলোয়াড়ড়দের ওপর আস্থা রাখতে চান বাংলাদেশ অধিনায়ক।
আইসিসির নিষেদ্ধাজ্ঞা আলো কেড়ে নিয়েছে বাংলাদেশের ড্রেসিংরুমের। নেই সাকিব। অন্যদিকে সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তামিম। টি-টোয়েন্টি আরও আগেই অবসর নেয়ায় মাশরাফি মুর্তজাও নেই দলে। পঞ্চপান্ডবের মধ্যে তিনজনেই নেই। ভারতের মতো গুরুত্বপূর্ণ সিরিজে দলের এ অভাব ভোগাবে বাংলাদেশকে। সাকিব-তামিম না থাকায় দায়িত্বটা বাড়ল মাহমুদউল্লাহ ও মুশফিকের উপর।
এ দুইজনের পাশাপাশি এবার ব্ড়াতি দায়িত্ব নিতে হবে লিটন, আফিফদেরও। লিটনের অভিজ্ঞতা থাকলেও এ প্রথম ভারতের বিপক্ষে নামবে বিপ্লব, আফিফরা। এছাড়া দায়িত্ব নিতে হবে সৌম্যকেও। তাই তো তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘দলে যারা তরুণ ক্রিকেটার রয়েছে তাদের উপর পুরো ভরসা আছে যে তারা সেরাটা দিতে পারবে, এতটুক বিশ্বাস আছে আমার। আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে। এখন ব্যক্তিগতভাবে তারা কীভাবে চিন্তা করছে, ওদের মানসিকতা কীরকম, ওইটা ওদের উপরই নির্ভর করছে বেশি। দলে যারা সিনিয়র আছে তারাও একে-অপরের সঙ্গে কথা বলছে। কী করলে ভালো হবে।’
ভারত সিরিজে দলে ডাক পেয়েছেন পেসার আল-আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এদের অভিজ্ঞতাও কাজে লাগানোর কথা বললেন মাহমুদউল্লাহ। তবে সাকিবকে যে প্রচন্ড পরিমাণে মিস করছেন তা অকপটেই স্বীকার করলেন টাইগার অধিনায়ক, ‘সাকিবকে মিস করছেন সবাই। আজ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও অনেক দিনের সতীর্থের কথা মনে রেখেই নামবেন। সাকিবকেই অনুপ্রেরণার উৎস বলছেন রিয়াদ। তবে সাকিব নেই নিশ্চিত করেই টিম কম্বিনেশনে বড় সমস্যা হবে। কারণ তিনিই যে ছিলেন দলের প্রাণভোমরা। এটা ভাল করেই জানেন মাহমুদউল্লাহ। এর আগে ইনজুরিতে সাকিব দলের বাইরে যাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে বেশ বেগও পেতে হয়েছে!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।