Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ হার-জিতে র‌্যাংঙ্কিংয়ে কেমন পরিবর্তন হবে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৯:৪০ পিএম | আপডেট : ৯:৪৫ পিএম, ২ নভেম্বর, ২০১৯

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত। অপরদিকে বাংলাদেশের অবস্থান নবম। টি-টোয়েন্টিতে স্বাগতিকদের রেটিং ২৬১ আর বাংলাদেশের রেটিং ২২৪। সাকিব-তামিম বিহীন এই সিরিজের ওপর বাংলাদেশের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ওঠানামা নির্ভর করছে। আগামীকাল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে শুরু হতে চলা সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। আবার যদি ভারতের কাছে হোয়াইটওয়াশ হয় তবে উল্টোটাই ঘটবে টাইগারদের।
টিম ইন্ডিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৩৫। বর্তমানে ২৩৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে আফগানিস্তান। রেটিং সমান হলেও, তখন ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে অষ্টম স্থানে উঠবে বাংলাদেশ।
আর যদি ভারতের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারতে হয়, তবে র‌্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে যাবে মাহমদুউল্লাহর দল। হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং হবে ২২৩। বর্তমানে ২২৪ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তখন বাংলাদেশ দশম স্থানে ও ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে থাকবে। কিন্তু ২-১, ১-০ ব্যবধানে জিতলে বা ওই ব্যবধানে হারলে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
অপরদিকে, বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠবে ভারত। তখন ভারতের রেটিং হবে ২৬২। ভারতের সমান রেটিং হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ারও। রেটিং সমান হলেও ভগ্নাংশের হিসেবে তৃতীয়স্থানে থাকবে ভারত। তবে ২-১, ২-০ বা ১-০ ব্যবধানে বাংলাদেশকে হারালেও পঞ্চম স্থানেই থাকবে ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ