নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাকিব আল হাসান দলে নেই। কিন্তু বর্তমানে বাংলাদেশ দলে যারা আছে তারাও প্রতিভাবান। সাকিবের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল নিয়ে এ মন্তব্য করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডিন জোন্স। তিনি আরও বলেন, তরুণেরা সাকিবের শূণ্যতা পূরণ করতে পারবেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যকে এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক এ তারকা ব্যাটসম্যান আরও বলেন, যখন কোনো দলে সাকিবের মতো সিনিয়র খেলোয়াড় না থাকে তখন তরুণ খেলোয়াড়দের সামনে দায়িত্ব নেয়ার সুযোগ চলে আসে।
বাংলাদেশে কাজ করা ডিন জোন্স আরও বলেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আমিনুল ইসলামরা সুযোগ পাচ্ছে সাকিবের শূন্যস্থান পূরণের জন্য। সাকিবকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে। কিন্তু মাহমুদউল্লাহ তার কাজ ঠিকঠাকভাবে করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আমি টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে আরও উপরের দিকে ব্যাটিং করতে দেখতে চাই।
ডিন জোন্স বলেন, চলমান ভারত সফরে বাংলাদেশ যদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারে, তাহলে সেই আত্মবিশ্বাস টেস্টে টেনে নিয়ে যেতে পারবে।
আগামীকাল রোববার দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।