Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ুদ‚ষণে জরুরি অবস্থা দিল্লিতে স্কুল বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বায়ুদ‚ষণের কারণে ভারতের রাজধানী দিল্লিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকাতে আগামী মঙ্গলবার (৫ নম্ভেম্বর) পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের কথা জানিয়ে দেন। চলতি বছরের সর্বাধিক দ‚ষণমাত্রার সাক্ষী হল দিল্লি। এদিকে ভারতের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দীপাবলিতে রাজধানীতে চলেছিল দেদারসে আতশবাজির রমরমা। আর এর জেরে চলতি মৌসুমে সর্বাধিক দ‚ষণমাত্রার সাক্ষী হলো দিল্লি। গত শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৯। এরইমধ্যে দ‚ষণ থেকে স্কুলের ছাত্রদের বাঁচাতে স্কুলের তাদের মাস্ক বিলি করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকার স্কুলগুলোর জন্য ৫০ লাখ মাস্ক কিনেছে বলে জানান তিনি। ২০১৯ সালেরই জানুয়ারি মাসে শেষবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পাঞ্জাব ও হরিয়ানার জন্যই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ