মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাব অনুমোদনের একদিন পর জানা গেল, এই প্রস্তাবের পক্ষে আছেন দেশটির ৪৯ শতাংশ মানুষ। বিপরীতে ৪৭ শতাংশ লোক তার পক্ষে অবস্থান নিয়েছেন। অর্থাৎ তারা অভিশংসন চান না। শুক্রবার ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজের এক জরিপে এ তথ্য উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বিতর্কিত ফোনালাপের পর ট্রাম্পের অভিশংসনের দাবি জোরালো হওয়ার মধ্যেই এমন তথ্য উঠে এলো। গত সপ্তাহে সিএনএন পরিচালিত এক জরিপেও ঠিক একই তথ্য উঠে এসেছিল। এই জরিপে অংশ নিয়েছিলেন ১০০৩ জন প্রাপ্তবয়স্ক লোক। রবিবার থেকে বুধবার পর্যন্ত দৈবচয়ন পদ্ধতিতে টেলিফোনে এই সংখ্যক লোকের ওপর জরিপ পরিচালনা করা হয়। এদিকে ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের মধ্যে ৮২ শতাংশ ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত দিয়েছে। বিপরীতে ১৩ শতাংশ বলেছেন তাকে এই মুহ‚র্তে অপসারণ করা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে না। মজার ব্যাপার হচ্ছে ১৮ শতাংশ রিপাবলিকান সমর্থক তাদের সমর্থিত প্রেসিডেন্টের অপসারণ চায়। তাকে স্বপদে বহাল রাখার পক্ষে ৮২ শতাংশ। অর্থাৎ নিজ দলের সমর্থকদের কাছে ট্রাম্প এখনো আস্থাভাজন হিসেবে টিকে আছেন। উল্লেখ্য, গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের সম্ভাব্য দুর্নীতি তদন্তে তাকে চাপ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই ম‚লত ট্রাম্পের অভিশংসনের দাবি জোরালো হয়ে উঠেছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।