Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের দুর্ভোগের সূচনা বেলফোর ঘোষণা

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান নরওয়ের আইনজীবীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইতিহাস কলঙ্কিত বেলফোর ঘোষণা দিবস। ১৯১৭ সালের এ দিনেই অর্থাৎ ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদিদের জন্য কথিত আবাসভ‚মি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটেনের অবস্থানের কথা ঘোষণা করেন। শনিবার দিবসটি পালনে ইরানের ব্রিটিশ দ‚তাবাসের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে আছে দিনটি। কলঙ্কজনক ওই ঘোষণা ‘বেলফোর ঘোষণা’ নামে পরিচিত। এই ঘোষণাকে ফিলিস্তিনিদের দুর্ভোগের স‚চনাবিন্দু হিসেবে গণ্য করা হয়। ওই ঘোষণা অনুযায়ী ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করে। ফিলিস্তিন তখন ছিল ব্রিটিশ উপনিবেশ। বেলফোর ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে আমেরিকা ও ব্রিটেনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জবরদস্তিম‚লকভাবে ফিলিস্তিনি ভূখন্ডে আত্মপ্রকাশ করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। অপর এক খবরে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা বন্ধে অবৈধ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছেন নরওয়ের শীর্ষ আইনজীবীদের একটি দল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তুলে ধরে ইহুদিবাদী দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের এ আহ্বান জানান হয়। খবর ইরান প্রেসের। ৪৪ জনের আইনজীবীর দলে অধ্যাপক জান ফারিডথিওফ বার্ন্টের মতো খ্যাতিমান আইন বিশেষজ্ঞরা রয়েছেন। আন্তর্জাতিক আইন মেনে চলুন শীর্ষক তাদের এ আহ্বানে ইহুদিবাদী ইসরাইলের প‚র্ব জেরুজালেম, গোলান উপত্যকা এবং জর্ডান উপত্যকায় আগ্রাসন চালানোর এবং এ সব এলাকা কুক্ষিগত করার ঘটনা তুলে ধরা হয়। পাশাপাশি এতে আরও বলা হয় যে, ২০১৮ সালের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গাজা সীমান্তে ৩০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গাজা সীমান্তে শান্তিপ‚র্ণ বিক্ষোভ শোভাযাত্রায় অংশ নেয়ার সময় এদের হত্যা করা হয়। বেলফোর ঘোষণার বার্ষিকী উপলক্ষে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শুক্রবার তেহরানে ব্রিটিশ দ‚তাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ